দ্রুত চিকিৎসা পেলে মহামারী মোকাবেলা আরো ভালোভাবে করা যেত : বিল গেটস

মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস বিশ্বাস করেন করোনভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই আরও কার্যকর হতে পারত এবং বিজ্ঞানীরা ভ্যাকসিনের পাশাপাশি ‘থেরাপিউটিক’ বিকাশের দিকে আরও বেশি মনোযোগ দিলে অথিব জীবন বাঁচানো যেত। সিএনএন। নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত এক মতামতে গেটস লিখেছেন কোভিডে মৃত্যুর হার সম্ভবত অনেক কম ছিল। বিজ্ঞানীরা যদি ১০০ দিনের মধ্যে একটি ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হত তাহলে তা আরো দ্রুত রোগীদের কাছে পৌঁছে দেওয়া যেত।বিল গেটস বিশ্বকে গবেষণায় বিনিয়োগ করার আহবান জানান। গবেষকদের জন্য ওষুধের যৌগগুলির লাইব্রেরি তৈরি করার জন্য তাগিদ দিয়ে বিল গেটস বলেন, বর্তমান চিকিৎসাগুলি নতুন রোগজীবাণুগুলির বিরুদ্ধে কাজ করে কিনা, সেইসাথে তথাকথিত সহজাত অনাক্রম্যতা সক্রিয় করার উপায়গুলি নিয়ে গবেষণা প্রয়োজন। 

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *