ইসরাইলকে সরাসরি হুমকি দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপনিলেও ইসরাইলে সশস্ত্র হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের সশস্ত্র বাহিনীর বার্ষিক কুচকাওয়াজে বক্তব্য দেওয়ার সময় রাইসি এই হুশিয়ারি দেন।

গালফ নিউজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তেল আবিবকে উদ্দেশ্য করে রাইসি বলেন, ইরানের বিরুদ্ধে যদি সামান্যতম পদক্ষেপও নেওয়া হয়, তাহলে ইহুদিবাদী সম্রাজ্যের কেন্দ্রস্থলই আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হবে।বিস্তারিত না বললেও রাইসি জানান, ইসরাইলের যেকোনো পদক্ষেপকে ‘নিবিড়ভাবে’ পর্যবেক্ষণ করে ইরান। ইরানের পারমাণবিক সক্ষমতার লাগাম টেনে ধরার জন্য একটি চুক্তি নিয়ে ভিয়েনায় আলোচনা স্থগিত হওয়ার পর রাইসি এ কথা বলেন।  ইসরাইল অবশ্য বরাবরই ওই চুক্তির বিরোধিতা করে আসছে। 

তেল আবিবের দাবি,  ওই চুক্তি ইরানের পারমাণবিক কর্মসূচি কিংবা ওই অঞ্চল জুড়ে তাদের পারমানবিক তৎপরতা রোধের জন্য যথেষ্ঠ নয়। এছাড়া নিজেদের দেশকে রক্ষা করার জন্য যা প্রয়োজন তাই এক তরফাভাবে করবে বলে জানিয়ে আসছেন ইসরাইলি কর্মকর্তারা। 

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *