শ্রীলঙ্কার বিক্ষোভকারীরা দেশটির শাসকদলের তিনজন সাবেক মন্ত্রী ও দুইজন এমপির বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এছাড়া রাজাপাকসে পরিবারের পৈত্রিক বাড়িতেও আগুন লাগানো হয়েছে। এছাড়া শ্রীলঙ্কার সরকারি বাসভবনের কাছাকাছি এলাকায়ও আগুন লাগানো হয়েছে বলে খবর পাওয়া যায়। ডয়চেভেলে, বিবিসি। কলম্বোয় প্রেসিডেন্ট কার্যালয়ের বাইরে নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় সরকারপন্থী সমর্থকরা। এরপর সন্ধ্যার দিকে এর পাল্টা জবাব দেয় বিক্ষোভকারীরা। পরবর্তীতে সহিংসতা ভয়াবহ আকার ধারন করে। চলমান এই সহিংসতায় নিহত হয়েছে ৭ এবং আহত হয়েছে আরো ১৯০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে এখনও বহু মানুষ বিক্ষোভ করছেন। নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও দ্রব্যের ক্রমবর্ধমান দাম এবং বিদ্যুতের ঘাটতির কারণে গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। শ্রীলঙ্কার পুলিশ জানায়, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সরকার সমর্থকদের ওপর হামলা এবং ক্ষমতাসীন দলের এমপিদের লক্ষ্য করে হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এছাড়া গাড়িতে হামলার পর দু’জন বিক্ষোভকারীকে গুলি করার পর আত্মহত্যা করেন শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের একজন এমপি। শ্রীলঙ্কায় চলমান কারফিউ সোমবার স্থানিয় সময় সকাল ৭ টায় তুলে দেওয়ার কথা থাকলেন তা বুধবার সকাল ৭টা পর্যন্ত বাড়ান হয়েছে।