পামতেলের দাম কমতে শুরু করেছে খাতুনগঞ্জে

Nagad

ইন্দোনেশিয়ার ভোজ্যতেলের রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চট্টগ্রামের খাতুনগঞ্জে পামতেলের দাম কমতে শুরু করেছে। সরকার নির্ধারিত দামের চেয়ে লিটার প্রতি ৩০ টাকা কমে পাম তেল বিক্রি হচ্ছে।নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পাম তেলের সরবরাহ যেমন বেড়েছে, তেমনি দরও কমেছে। এক দিনের ব্যবধানে পাইকারি পর্যায়ে মণপ্রতি ১০০ টাকা এবং খুচরা পর্যায়ে প্রতি লিটারে ৩ টাকার বেশি পাম তেলের দাম কমেছে।দাম কমার বিষয়ে একজন তেল ব্যবসায়ী বলেন, ইন্দোনেশিয়া তেল রফতানি বন্ধ করে দিয়েছিল। এখন পুনরায় চালু করায় বর্তমানে পাম তেলের দাম কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়তে থাকায় সরকারের বেঁধে দেওয়া দরের চেয়ে অনেক কম দামেই তারা পাম তেল বিক্রি করছেন। চট্টগ্রামের খাতুনগঞ্জের মেসার্স সবুজ ট্রেডার্সের মালিক শাহেদ উল আলম বলেন, সরকারের নির্ধারিত দাম ১৬৯ টাকা এবং খুচরা পর্যায়ে দাম হচ্ছে ১৭২ টাকা। আন্তর্জাতিক বাজারে দাম কমার পাশাপাশি বাংলাদেশের বাজারে সরবরাহ বাড়ায় দাম বর্তমানে কম। সময় টিভি

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *