নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাধা এলে বাধা দিতে হবে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ করতে হবে। পাল্টা আক্রমণের মাধ্যমে তাদের প্রতিহত করতে হবে। আক্রমণের পাল্টা আক্রমণ ছাড়া বিজয়ের বিকল্প পথ খোলা থাকে না।শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে যুবদল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার হুমকি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলার নিন্দা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তাঁর দাবি, যাঁরা এই অপকর্মের সঙ্গে জড়িত, তাঁরা ওপর তলার নেতাদের নির্দেশে এই কাজ করছেন। সরকারের সর্বোচ্চ জায়গার নির্দেশে তাঁরা এই অপকর্ম করছেন।
ছাত্রলীগকে লক্ষ্য করে মোশাররফ হোসেন বলেন, ‘গায়ের জোরে সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে তোমাদের ব্যবহার করছে। তোমাদের দানবে পরিণত করছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতায় টিকে থাকার জন্য ছাত্রদের সন্ত্রাসী বাহিনী ও হাতিয়ার হিসেবে আওয়ামী লীগ ব্যবহার করছে।’ যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।