কানে পা ফেলেই পাকিস্তানের জয়!

কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে প্রথমবার জায়গা পেলো পাকিস্তানি ছবি। নাম ‘জয়ল্যান্ড’। যেমনটা গতবার পেলো বাংলাদেশের ‘রেহানা মরিয়ম নূর’।  তবে বাংলাদেশের আব্দুল্লাহ মোহাম্মদ সাদের মতো খালি হাতে দেশে ফিরতে হচ্ছে না পাকিস্তানের তরুণ নির্মাতা সায়েম সাদিককে। কারণ, তিনি গতরাতে জিতে নিয়েছেন আঁ সাঁর্তে রিগা শাখার বিচারকদের বিবেচনায় জুরি প্রাইজ। বিষয়টি এমন- কানে পা ফেলেই জয় করেছে পাকিস্তান! শুক্রবার (২৭ মে) রাতে (বাংলাদেশ সময়) পালে দে ফেস্টিভাল ভবনের সাল ডুবুসিতে ‘আঁ সাঁর্তে রিগা’ বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই বিভাগে জুরি প্রাইজ জিতে নেয় পাকিস্তানের ছবি ‘জয়ল্যান্ড’।

‘জয়ল্যান্ড’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সানা জাফরি। তিনি ছবিটির সহ-প্রযোজক ও কাস্টিং পরিচালক।  শুক্রবার রাতে মঞ্চে বিজয়ীরালাহোরের ট্রান্সজেন্ডার অভিনেতা আলিনা খান অন্যতম আরেকটি চরিত্রে অভিনয় করেছেন এতে। এছাড়া আছেন আলি জুনেজো, রাস্তি ফারুক, সানিয়া সাঈদ, সোহেল সামির, সালমান পীরজাদা প্রমুখ। চলচ্চিত্রবিষয়ক বিশ্বের গুরুত্বপূর্ণ আয়োজনের মধ্যে এর আগে ভেনিস উৎসবে জায়গা করে নেন নির্মাতা সায়েম সাদিক। ২০১৯ সালে এই আয়োজনে দেখানো হয় তার স্বল্পদৈর্ঘ্য ছবি ‘ডারলিং’। একই বছর সাউথ বাই সাউথওয়েস্ট উৎসবে স্থান পায় সায়েম সাদিকের ‘নাইস টকিং টু ইউ’।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *