চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: রিয়াল না লিভারপুল, জামালের ভবিষ্যদ্বাণী

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন ইন্দোনেশিয়াতে। আজ (শনিবার) বিকালে সেখানে প্রথম অনুশীলন করার কথা রয়েছে। তার মাঝেই চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দিকে চোখ রাখছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। প্যারিসের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। ইউরোপসেরার এই দ্বৈরথে বাংলাদেশ অধিনায়ক মাদ্রিদের ক্লাবকে এগিয়ে রাখছেন। ব্যক্তিগতভাবে রিয়ালের সমর্থক জামাল। তবে আজ (শনিবার) রাতের ম্যাচ নিয়ে নিরপেক্ষ বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছেন। বানদুং থেকে হোয়াটসঅ্যাপে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘দুই দলের শক্তির দিক থেকে রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখবো। আমি মনে করি, রিয়ালের এই ম্যাচ জেতার সম্ভবনা ৬০ ভাগ আর লিভারপুলের ৪০। তবে রিয়াল এগিয়ে থাকলেও লিভারপুল ফেভারিট হিসেবে খেলবে।’ চ্যাম্পিয়নস লিগে রিয়ালের অতীত রেকর্ড সবচেয়ে উজ্জ্বল। রেকর্ড ১৩টি ট্রফি তাদের ঝুলিতে। লিভারপুল বেশ পিছিয়ে। ৬ বার শিরোপা ঘরে তুলতে পেরেছে। এবার লা লিগায় চ্যাম্পিয়ন হয়েছে স্পেনের অভিজাত দলটি। আর অল রেডরা কাছাকাছি গিয়েও জিততে পারেনি লিগ শিরোপা। রিয়ালের সাম্প্রতিক পারফরম্যান্সই জামালের এই আত্মবিশ্বাসের কারণ, ‘রিয়াল এবার বেশ ভালো ফর্মে আছে। তাদের করিম বেনজেমা সবচেয়ে বেশি গোল করে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে। মদরিচ-ভিনিসিয়ুসরা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। রক্ষণ সামলে তাদের আক্রমণে ওঠার দক্ষতা কম নয়।’ রিয়ালের যদি বেনজেমা-ভিনিসয়ুস থাকেন তাহলে লিভারপুলে রয়েছেন সালাহ-মানেদের মতো তারকা। তাদের সমীহ করে জামাল বলেছেন, ‘লিভারপুলকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নেই। সালাহ-মানেরা কী করতে পারে, তা সবাই জানে। তার ওপর তাদের রয়েছে ক্লপের মতো কোচ।’

আজকের ফাইনাল দেখার চেষ্টা করবেন বাংলাদেশ অধিনায়ক। যদিও অনুশীলনের কারণে হেরফের হতে পারে, ‘আমার ফাইনাল দেখার ইচ্ছা আছে। রাতে টেলিভিশনে দেখার চেষ্টা করবো। যদিও অনুশীলন আছে পরের দিন। আমি চাইবো আমার প্রিয় দল রিয়ালের হাতে ১৪তম ট্রফি উঠুক।’ বাংলাদেশ সময় আজ (শনিবার) দিবাগত রাত ১টায় ইংলিশ ক্লাব বনাম স্প্যানিশ ক্লাবের ফাইনাল দ্বৈরথ দেখা যাবে। কার্লো আনচেলত্তির রিয়াল নাকি ইয়ুর্গেন ক্লপের লিভারপুলের ঘরে শিরোপা উঠবে, তা দেখার অধীর অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।বাংলা ট্রিবিউন

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *