সেন্সর ছাড়পত্র পেলো অনন্ত’র শত কোটি টাকার ছবি ‘দিন: দ্য ডে’

পরিচালক শাহ আলম কিরণ জানান, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ও অনন্ত-বর্ষা তারকায়িত ‘দিন: দিন দ্যা ডে’ ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে। এই ছবিটি আগামী ঈদুল আযহায় মুক্তি পাবে বলে পূর্বাহ্নেই ঘোষণা করেছেন অনন্ত জলিল। এছাড়া মাত্র কয়েকদিন আগে অনন্ত ও বর্ষা গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে। সেখানে তিনি ছবিটির কিছু ক্লিপিং নিয়েছিলেন। উৎসবের এক অবসরে বাইরের একটি রেস্তোরাঁয় দেখা হয়েছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়ার সঙ্গে। তারা অনন্ত জলিলের কাছ থেকে ছবিটির ক্লিপিং দেখে ভূয়সী প্রশংসা করেন। 

সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার পর অনন্ত গণমাধ্যমকে জানান, ‘আমরা সেন্সর সনদ পেয়েছি। সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করেছেন। দিয়েছেন আনকাট সনদ। দীর্ঘদিন ধরে দর্শকরা এ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’ এর আগে চলতি বছরের শুরুতে এক সংবাদ সম্মেলনে অনন্ত জানিয়েছিলেন, এ সিনেমার বাজেট প্রায় শত কোটি টাকা। বিশ্বের কয়েকটি দেশে এর শুটিং করা হয়েছে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো ‘দিন: দ্য ডে’র বাংলাদেশের অংশ প্রযোজক অনন্ত জলিল। এ বিষয়ে গেল বছর সংবাদ সম্মেলনে অনন্ত জানান, বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে তিনি সেই অংশটুকুতে লগ্নী করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক।

যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন: দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোহমর্ষক প্রেক্ষাপট। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *