কয়েকদিনের রুদ্ধশ্বাস নাটকীয়তার পর অবশেষে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বৃহস্পতিবার সন্ধ্যায় মালদ্বীপ থেকে সিঙ্গাপুর পৌঁছানোর পর পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। শ্রীলঙ্কার স্পিকারও ইয়াপা আবেবর্ধনেও এই তথ্য নিশ্চিত করেছেন। তার পদত্যাগের খবর আসার পর কলম্বোতে আনন্দ মিছিল বের করেন সাধারণ মানুষ।
নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে গত মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপ পালিয়ে যান গোতাবায়া। এরপর বৃহস্পতিবার সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছান তিনি।
গোতাবায়াকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতীক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় তার সঙ্গে স্ত্রী ও দুই দেহরক্ষী ছিলেন। আমাদের সময় ডট কম