চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গত রোববার রাতে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের সঙ্গে সরাসরি জড়িত থাকার ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। র্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘রাতে অভিযান চালিয়ে চবির শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় আমরা ৪ জনকে গ্রেপ্তার করেছি। প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে,’ তিনি যোগ করেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুইজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন-মেহেদি হাসান হৃদয় (ইংরেজি বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৭-১৮) ও আজিম হোসেন (ইতিহাস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০)। ভুক্তভোগী শিক্ষার্থী ও সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানান চবির সহকারী প্রক্টর শহীদুল ইসলাম। ঘটনার পর থেকে তারা পলাতক ছিল। জানা যায়, দুইজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারী। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্তার ঘটনায় জড়িত আসামিদের ধরতে শুক্রবার রাত ১টা থেকে ২টা পর্যন্ত শাহ আমানত হলে অভিযান চালানো হয়। এ অভিযানে ৮০ জনের মতো পুলিশ সদস্য অংশ নিয়েছিলেন।