তাফসির হোসেন : হাজিগঞ্জ

আগুনে পুড়ে ছাই শাহরাস্তির কাকৈরতলা বাজার:-

 গতকাল মধ্য  রাতে টানা ১ ঘন্টার আগুনে শাহরাস্তি উপজেলার কাকৈরতলা বাজারে দুটি কসমেটিক, একটি ফলের দোকান, দুইটি খাবার হোটেল পুড়ে ছাই হয়ে গেছে।মধ্য  রাতে আগুনে মোট ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। আগুনের সূত্র এখনো জানা যায়নি। একই বাজারে এই নিয়ে তিন বার আগুন লাগার ঘটনা ঘটলো।

Post Views: 787

Share this: