কিভাবে কম্পিউটার কিনলে ঠকবেন না

রিপোর্ট: মোঃ ইকবাল হোসেন

আমরা প্রযুক্তির সাথে জড়িয়ে গিয়েছি। এখন প্রযুক্তি ছাড়া আমরা এক পাও যে চলতে পারব না তা করোনা ভাইরাস আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিয়েছে। যেহেতু বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ তাই যুগের সাথে তাল মিলিয়ে চলাটাই শ্রেয়।

আজ আমরা আলোচনা করবো একটি কম্পিউটার কিনার সময় কী কী বিষয় আমাদের বিবেচনা করে কেনা উচিৎ। কম্পিউটার কিনার সময় কী কী বিষয় আমাদের জানা থাকলে আমরা ভালো কম্পিউটার কিনতে পারব।

কম্পিউটার কিনতে হলে আমাদের যে বিষয় বিবেচনা করা উচিৎ ঃ

বাজেটঃ কম্পিউটার কেনার পূর্বেই তার জন্য একটি বাজেট নির্ধারণ করা উচিৎ। আপনার সামর্থ্য অনুযায়ী বাজেট নির্ধারণ করাই শ্রেয়। বাজেট যেটাই হোক কেনার সময় কিছু টাকা বাড়তেও পারে কমতেও পারে। বাজেট এর উপর নির্ভর করে কম্পিউটার এর কনফিগারেশন সাজানো যেতে পারে।

ব্যবহার এর উদ্দেশ্য ঃ যে কম্পিউটার টি কিনতে চাচ্ছেন তা আপনি কি উদ্দেশ্যে কিনতে চাচ্ছেন সেটি বিবেচনায় আনতেই হবে। আপনি যদি সাধারণ অফিশিয়াল কাজ করতে চান তাহলে আপনি কম বাজেটে ভালো কম্পিউটার কিনতে পারবেন। আবার আপনি যদি এডিটিং, ফটোগ্রাফি বা গেইমিং এর জন্য পিসি নিতে চান তাদের জন্য বেশি বাজেট প্রয়োজন। আবার আপনাকে অফিসের প্রয়োজন এ বাহিরে থাকতে হয় এক্ষেত্রে ল্যাপটপ প্রয়োজন। তাই ব্যবহার এর বিষয় মাথায় না আনলে টাকা জলে যেতে পারে।

বর্তমান মার্কেটঃ প্রতিদিন ই টেকনোলজি আপগ্রেড হচ্ছে। তাই পিসি কিনার সময় বর্তমান মার্কেটে আপগ্রেড কম্পিউটার কোনটি সেটি বিবেচনায় রাখা উচিৎ।

মনিটর ঃ অনেকে পিসি নরমাল কিনে কিন্তু মনিটর দামী। এটা অযৌক্তিক। পিসি না চললে তো মনিটর চলছে না। তাই সামঞ্জস্য রেখে মনিটর কিনতে হবে। ভাল পিসি নিয়ে কমদামি চাইনিজ মনিটর বা ১৯ ইঞ্চি ডেল, ইত্যাদি মনিটর কিনা যেতে পারে বাজেট অনুযায়ী।

মোঃ ইকবাল হোসেন
আইটি ইন্সট্রাক্টর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইন্সটিটিউট, চাঁদপুর।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *