ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের দৌড়ে পিছিয়ে  পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের দৌড়ে পিছিয়ে  পড়েছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক

 লন্ডন থেকে সুজা মাহমুদ :  ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের দৌড়ে কার্যত হার স্বীকার করে নিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ( Rishi Sunak )। তবে, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। জনপ্রিয়তায় প্রতিদ্বন্দ্বী লিজ ট্রুসের ( Mary Elizabeth Truss ) থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছেন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির জামাই।

বরিস জনসন পরবর্তী ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে কে বসবেন, তা নিয়ে ভোটাভুটি চলছে। শেষ পর্যন্ত লড়াইয়ে টিকে রয়েছেন ঋষি সুনাক এবং লিজ ট্রুস। আগামী দিনে কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটই ঠিক করে দেবে ১০ ডাউনিং স্ট্রিটের মসনদে কে বসবেন। অতিসম্প্রতি নিজেকে ‘আন্ডারডগ’ বলে দাবি করেছেন সুনাক। তারপর ফের প্রধানমন্ত্রিত্বের দৌড়ে পিছিয়ে পড়ার কথা বললেন তিনি। কেননা, যত দিন এগচ্ছে, ততই জনসমর্থন হারাচ্ছেন ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী। সুনাকের আর্থিক মতবাদ তথা সম্ভাব্য নীতিতে দেশবাসী আস্থা রাখতে পারছেন না। আর সেই সুযোগ কাজে লাগিয়েই তড়তড়িয়ে এগিয়ে যাচ্ছেন লিজ।

Attachments area

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *