বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন!
|
প্রাইম ডেস্ক ঃ মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাহমিদা হক বাল্য বিয়ে, ইভটিজিং ও
কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষে আজ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। মতলবের বোয়ালিয়া বালিকা উচ্চবিদ্যালয়,বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ও আদর্শ স্কুল মতলব পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। এ সময় তিনি মানসম্মত শিক্ষা বাস্তবায়নের পাশাপাশি কিশোর গ্যাং, বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা তৈরি করতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরিদর্শনকালে তিনি ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে পড়াশোনায় গুরুত্ব দেয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতন হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন। তিনি বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ।
উপস্থিতির হার সন্তোষজনক না হওয়ায় অনুপস্থিত ছাত্র ছাত্রীদের বিষয়ে দ্রুততম Best শিক্ষকদের হোম ভিজিট এর মাধ্যমে স্কুলে উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।