যে বয়সে হাতে থাকবে বই, আনন্দময় কিশোরীবেলার অনুভূতি সেই সময়েই বাল্যবিবাহের কালোছায়া।
মফস্বলে এই সামাজিক সমস্যা এখনও প্রকট৷ গরীব বাবা মায়ের একদিকে অর্থনৈতিক সীমাবদ্ধতা, অপরদিকে বয়ঃসন্ধিকালের নানাবিধ ঝুকি। সাতপাঁচ ভেবে তড়িঘড়ি করে পাত্রস্থ করাটাকেই সঠিক সমাধান মনে করে অনেকেই। উচ্ছ্বল কিশোরীবেলার ইতি ঘটে শুরু হবার আগেই, শুরু হয় আরেক অনিশ্চিত যাত্রা৷
আজ সন্ধ্যায় পৌরসভার ৪ নং ওয়ার্ডে বাল্যবিবাহের খবর পেয়ে বন্ধ করতে যাওয়ার সময়েই প্রতীকী হিসেবে একটি বই নিয়ে গিয়েছিলাম। এভাবেই এ সমাজ একদিন অনুধাবন করুক..
“এ কৈশোর আনন্দের, উচ্ছ্বলতার৷ বিয়ের পিড়িতে নয়, এ কৈশোর কাটুক বইয়ের পাতায় পাতায়.. ‘
তথ্যসূত্র : রাশেদুল ইসলাম
উপজেলা নির্বাহী অফিসার
হাজীগঞ্জ, চাঁদপুর।