কুমিল্লার বরুড়ায় বেত্রাঘাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু!
প্রাইম ডেস্ক
কুমিল্লার বরুড়া উপজেলার শশাইয়া দক্ষিণ পাড়ার আব্দুস শুকুর ডিলারের ছোট ছেলে মোঃ সিহাব হোসেনকে (১২) মেড্ডা কওমী মাদ্রাসার কতিপয় শিক্ষক বেত দিয়ে ২০০ বার আঘাত করলে সে মুত্যুবরন করে। ইন্না-লিল্লাহি ওয়া ইলাহি রাজিউন।
শিহাব মেড্ডা কওমি মাদ্রাসায় পড়তো। সামান্য অন্যায়ের শাস্তি স্বরুপ মাদ্রাসার হুজুর শারীরিক নির্যাতন করে। অভিভাবকদের ভাষ্যমতে ২০০বেত্রাঘাত করে। প্রচন্ড জ্বর উঠলে প্রাথমিক চিকিৎসা দেয়। অবস্থা খারাপ দেখে অভিভাবকে খবর দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়ি থেকে তাকে বরুড়া সদর হাসপাতালে নিলে হাসাপাতাল কতৃপক্ষ কুমিল্লাতে রেফার করেন।
কুমিল্লা থেকে ঢাকা রেফার করলে ঢাকা নেয়ার পথে মৃত্যুবরণ করেন…