মতলব উত্তরে আমরা তারুণ্য সংগঠন আহত নাঈমের পরিবারকে অর্থ সহায়তা প্রদান
বিশেষ প্রতিনিধিঃ মতলব উত্তর উপজেলার আমরা তারুণ্য সামাজিক সংগঠনের উদ্যেগে, সাদুল্লাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের মৃত মনির মিয়াজীর ছেলে ফরাজীকান্দি মাদ্রাসার ছাত্র নাঈম মিয়াজী (বয়স ১৪)। গত ২৮ জুলাই ২২ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একতলা বিল্ডিংএর ছাদ থেকে নিচে পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। গত ৪ আগষ্ট ২২ চিকিৎসারত অবস্থায় নাঈম ইন্তেকাল করেন। নাঈম দুর্ঘটনায় আহত হওয়ার পরে আমরা তারুণ্য সামাজিক সংগঠন তার চিকিৎসা সহায়তার জন্য অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু করে। সেই সংগ্রহকৃত অর্থ ৫০ হাজার টাকা আজ ৬ আগষ্ট রোজ শনিবার বিকাল ৬ ঘটিকার সময় নাঈমের পরিবারের কাছে প্রদান করা হয়। এই সময় আমরা তারুণ্য সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মাইন উদ্দিন চৌধুরী বলেন, আমরা তারুণ্য সামাজিক সংগঠনের উদ্যোগে নাঈমের পরিবারের পাশে এসে দাড়িয়েছি। আমাদের সংগঠন ২০১৭ সাল থেকে মতলব উত্তরে অসহায় মানুষের সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে এ পরিবারের পাশে আসা। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই মানবিক কাজে যেসকল ভাই ও বোনেরা আর্থিক, শারীরিক ও শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি। এসময় আমিয়াপুর গ্রামের নাঈমের বড় ভাই ফাহিম মিয়াজী, খোরশেদ মিয়াজী, মজনু মেম্বার, আবু বক্কর, আমরা তারুণ্য সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক আহম্মেদ রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন প্রধান, অর্থ সম্পাদক বি এম সজলউজ্জামান সাফা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাসান, সিনিয়র সদস্য সমু ঢালী, রাকিব মিয়াজী, কাওসার আলম শাকিল, সদস্য রেজাউল ভুঁইয়া, সাকিব প্রধান সহ আরো অনেকে।