জিম্বাবুয়েতে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিতে আজ ঢাকা থেকে রওনা দেবেন মোহাম্মদ নাঈম ও ইবাদত হোসেন

প্রাইম ডেস্ক

জিম্বাবুয়েতে ওয়ানডে দলের সঙ্গে যোগ দিতে আজ ঢাকা থেকে রওনা দেবেন মোহাম্মদ নাঈম ও ইবাদত হোসেন।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তাঁদের ফ্লাইট। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। চোটজর্জর বাংলাদেশ দলে দুজনকেই বদলি হিসেবে ডেকে পাঠানো হয়েছে।

হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোটে জিম্বাবুয়ে সফর শেষ লিটন দাসের। শঙ্কা আছে ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপেও তাঁকে পাওয়া নিয়ে। হারারেতে কাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে চোটে পড়েন এই ওপেনার। ম্যাচ চলাকালেই লিটনকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়।

তিন থেকে চার সপ্তাহ লিটনকে বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন দলের ফিজিও মোসাদ্দেদ আলফা, ‘স্ক্যান রিপোর্টে গ্রেড-২ মাসল স্ট্রেইন ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে সেরে উঠতে ৩ থেকে ৪ সপ্তাহ লেগে যায়। তাই এ সিরিজে আমরা তাঁকে পাচ্ছি না।’


চোট আছে মুশফিকুর রহিম ও শরীফুল ইসলামেরও। এ দুজনের ব্যাপারে জাতীয় দলের ফিজিওকে ইতিবাচক মনে হয়েছে, ‘মুশফিক ব্যাটিংয়ের সময় বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান। তবে পরের ম্যাচে মুশফিককে নিয়ে কোনো ঝুঁকি নেই। শরীফুলও বোলিংয়ের সময় ব্যথা পেয়েছিল। তাৎক্ষণিক ব্যথা পাওয়ায় কিছুটা অবশ বোধ করছিল। আশা করছি, কাল শরীফুলের ব্যাপারে ভালো খবর দিতে পারব।’

লিটনের চোট

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *