ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ পুলিশ সদস্য

বিশেষ প্রতিনিধি:-

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রায়হান ইসলাম রাজিব (২৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৬ আগস্ট) বিকালে ফরিদপুরের নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়হান ইসলাম রাজিব গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামের বাসিন্দা ও ফরিদপুর জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।  

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার তালমার সদরবেড়া ব্যুরো বাংলাদেশ অফিসের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন রায়হান।

পরে তাকে উদ্ধার করে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এদিকে রায়হানের মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ গভীরভাবে শোকা প্রকাশ করেছেন।  

এছাড়া তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *