কিউবায় তেলের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, ১৭ ফায়ার কর্মী নিখোঁজ

প্রাইম ডেস্কঃ-

কিউবায় তেলের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, ১৭ ফায়ার কর্মী নিখোঁজ।

কিউবায় একটি তেলের গুদামে বিস্ফোরণ থেকে ছড়িয়ে পড়েছে ভয়াবহ আগুন। এ ঘটনায় এখনও পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন ফায়ার সার্ভিসের ১৭ কর্মী।
বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছে প্রায় দেড়শো মানুষ। হাভানা থেকে ৬০ মাইল পূর্বে মাতানজাস বন্দরের কাছাকাছি অবস্থান গুদামটির।
শুক্রবার (৫ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বজ্রপাত থেকে হয় অগ্নিকাণ্ডের সূচনা। গুদামের আটটি ট্যাংকের একটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট মিলেও সম্ভব হয়নি নিয়ন্ত্রণে আনা।
শনিবার তা ছড়িয়ে পড়ে আরেকটি ট্যাংকে। বাতাসের তোড়ে বেড়ে চলেছে আগুনের তীব্রতা। কালো ধোঁয়ায় ছেয়ে আছে বিশাল এলাকা। শঙ্কা, আগুন ছড়িয়ে পড়তে পারে আরও একটি ট্যাংকে। এলাকাটি থেকে সরিয়ে নেয়া হয়েছে ১ হাজারের বেশি মানুষকে। সূত্র: ওয়াশিংটন পোস্ট।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *