এ এস পলাশঃ ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস যথাযথভাবে পালনের লক্ষে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা আজ ০৭ আগষ্ট উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধানের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান বিএইচ এম কবির আহমেদের সঞ্চালনায় এ সভায় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাশেষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহমেদ জানান ১৫ আগষ্ট জাতীয় শোকদিবস যথাযথভাবে পালনের লক্ষে দলীয়ভাবে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে।