বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে জিম্বাবুয়ের সিরিজ জয়

ডেস্ক রিপোর্টঃ

অভিষেকে দাঁড়িয়ে, চার মেরে দলকে জেতানো!

টনি মুনিয়োঙ্গা করলেন সেটিই। ৪৮তম ওভারে বোলিংয়ে আসা আফিফ হোসেনকে স্লগ সুইপে চার মেরে হারারেকে উল্লাসে মাতিয়েছেন মুনিয়োঙ্গা। ৫ উইকেটে জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।

অথচ ২৯০ রান তাড়ায় জিম্বাবুয়ের স্কোর এক সময় ছিল ১৫ ওভারে ৪ উইকেটে ৪৯ রান। সেখান থেকে রেজিস চাকাভা ও সিকান্দার রাজা করলেন শতক, গড়লেন ২০১ রানের রেকর্ড জুটি।

প্রথম ম্যাচের চিত্রনাট্য মেনেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে। ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল তারা।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *