ডেস্ক রিপোর্টঃ
অভিষেকে দাঁড়িয়ে, চার মেরে দলকে জেতানো!
টনি মুনিয়োঙ্গা করলেন সেটিই। ৪৮তম ওভারে বোলিংয়ে আসা আফিফ হোসেনকে স্লগ সুইপে চার মেরে হারারেকে উল্লাসে মাতিয়েছেন মুনিয়োঙ্গা। ৫ উইকেটে জিতে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে জিম্বাবুয়ে।
অথচ ২৯০ রান তাড়ায় জিম্বাবুয়ের স্কোর এক সময় ছিল ১৫ ওভারে ৪ উইকেটে ৪৯ রান। সেখান থেকে রেজিস চাকাভা ও সিকান্দার রাজা করলেন শতক, গড়লেন ২০১ রানের রেকর্ড জুটি।
প্রথম ম্যাচের চিত্রনাট্য মেনেই বাংলাদেশকে হারাল জিম্বাবুয়ে। ২০১৩ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল তারা।