মতলবে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রচার মাইকে ভয়াবহ শব্দ দূষণ

মতলবে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রচার মাইকে ভয়াবহ শব্দ দূষণ

নিজস্ব প্রতিবেদক

মতলব দক্ষিণ উপজেলা সদরের প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রচার মাইকের শব্দ দূষণে জনজীবন অতিষ্ঠ হয়ে পরেছে।

মতলব দক্ষিণ উপজেলা সদরে পাঁচটি প্রাইভেট হাসপাতাল এবং অন্তত আট দশটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।প্রতিদিন সকালে এগুলোর কারো একটা কারো দুই রিক্সায় করে সামনে এবং পেছনে মাইক বেঁধে প্রচারের জন্য বের হয়। যখন তাদের মাইক গুলো বের হয় তখন শহরের স্কুল গুলোতে পুরোদমে ক্লাস চলতে থাকে।
সকাল সাড়ে আট টা থেকে নয়টার মধ্যে এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অন্তত ১০/১২ টি রিক্সা একটু পরপরই প্রচার করতে করতে শহর থেকে বের হয়।তখন শিশু শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ ধরে রাখতে সমস্যা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বললে তারা ক্ষোভ প্রকাশ করেন।
তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেছেন মাইকের রিক্সা গুলো শহর থেকে বের হওয়ার সময় মাইক বন্ধ করে বের হয়ে শহরের বাইরে প্রচার করতে পারে। সেখানেও যেখানেই শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে সেখানেই মাইক বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তারা।
এ ব্যপারে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *