মতলবে এতিমের মাঝে সারা ফাউন্ডেশনের খাবার বিতরণ

মতলবে এতিমের মাঝে সারা ফাউন্ডেশনের খাবার বিতরণ

এএস পলাশঃ মতলব উত্তর উপজেলায় সারা ফাউন্ডেশন এতিমদের মাঝে একবেলা খাবার প্রদান করেন। ওটারচর ইমাম হোসাইন (রঃ) ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন সম্পন্ন হয়। জনপ্রিয় সংগঠন সারা ফাউন্ডেশন
প্রতি মাসের প্রথম শুক্রবার বিভিন্ন… মাদ্রাসায় এতিমের মুখে হাসি ফুটানোর জন্য আহারের আয়োজন করে থাকে।

সারা ফাউন্ডেশন বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক কাজের মাধ্যমে তারা তাদের বিশাল প্ল্যাটফর্ম তুলে ধরেছেন।
মেধাবীদের জন্য বৃত্তি, এতিমদের জন্য বিনামূল্যে পড়াশোনা ব্যবস্থা এবং নতুন পোশাক প্রদান করে আসছে, মসজিদে মাইক, মাদ্রাসায় ফ্যান, অসহায় শিক্ষার্থীর জন্য চিকিৎসা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠাকাল থেকেই সংগঠনটি অসহায়দের জন্য সেবা দিয়ে আসছে এবং তাদের আশ্রয়স্থল এর বিশ্বস্ত.. জায়গা হিসেবে পরিণত হয়েছে ফাউন্ডেশন। উক্ত আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল।

এএস পলাশঃ মতলব উত

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *