জাতীয় শিক্ষা সপ্তাহে চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে সম্মাননা পেয়েছে অঙ্গীকার বন্ধু সংগঠনের সদস্য মোঃ জিহাদুল ইসলাম
এএস পলাশঃ চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অঙ্গীকার বন্ধু সংগঠন এর সম্মানিত সদস্য মোঃ জিহাদুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ বিতার্কিক হিসেবে সম্মাননা পেয়েছে। এ উপলক্ষে ৮ জুলাই সোমবার আনুষ্ঠানিকভাবে ভিবিন্ন বিভাগের বিজয়ীদের সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।
এতে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন সহ প্রশাসনের ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
জিহাদ এবছর মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বাবা মায়ের বড় ছেলে মোঃ জিহাদুল ইসলাম স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের আলোচিত অঙ্গীকার বন্ধু সংগঠনের সাথে যুক্ত আছেন এক বছর ধরে। সংগঠনে তার সম্মানিত সদস্য নং:২২-০৩২২। তার বাবা মোঃ বোরহান উদ্দিন একজন ব্যাংকার। তিনি ছেলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক হিসাবে মনোনীত হয়েছিলেন ঐতিহ্যবাহী মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ জিহাদুল ইসলাম।
এব্যাপারে অঙ্গীকার বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আল-আমিন মিয়াজী বলেন, জিহাদের এই অসামান্য অর্জনে অঙ্গীকার পরিবার অনেক বেশি আনন্দিত, অভিভূত। কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং “সৃষ্টিকর্তার” প্রতি অগাধ বিশ্বাসের মাধ্যমে আপনি আপনার স্বপ্নগুলি বাস্তবায়নের পথে এগিয়ে চলুন।
আপনার জন্য শুভ কামনা।