মতলবে ডায়গনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারকে জরিমানা
এ এস পলাশ : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সরকারি হাসপাতাল রোডে অবস্থিত এ্যাপোলো ডায়গনস্টিক এন্ড কনসালটেন্ট সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১০ আগস্ট জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি চাঁদপুরের সহকারী পরিচালক নূর হোসেনের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায় রোগীদের কাছ থেকে সেবার বিপরীতে অধিক মূল্য রাখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এ জরিমানা আদায় করা হয়েছে।