বিসিবি সভাপতি পাপনের কন্ঠে সাকিবকে বাদ দেয়ার ইঙ্গিত

বেটিং প্রতিষ্ঠান বেটউইনার নিউজ ডট কমের সঙ্গে চুক্তি থেকে সরে না গেলে সাকিব আল হাসানকে বাদ দেয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বৃহস্পতিবার (১১ আগস্ট) ধানমন্ডিতে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

বোর্ডে সভাপতি বলেন, সাকিব যদি চুক্তি থেকে সরে না আসে তাহলে তাকে স্কোয়াডে নেয়ার কোন সুযোগ নেই। অধিনায়কত্ব তো পরের বিষয়। বেটিংয়ের সঙ্গে যাদেরই সম্পৃক্ত থাকবে তাদের বিষয়ে জিরো টলারেন্সে যাবে বিসিবি।

নাজমুল হাসান বলেন,  বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল না করলে জাতীয় দলে থাকার কোন সুযোগ নেই।

বিসিবি সভাপতি বলেন, আমরা তাকে একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আজ জানাক দেখি তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এতোটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *