এই আইনের ফলে লাইসেন্স ছাড়া কেউ ওষুধ আমদানি করতে পারবে না
নকল বা ভেজাল ওষুধ তৈরি, মজুত ও বিক্রির পাশাপাশি সরকারি ওষুধ চুরি করে বিক্রির অপরাধে কেউ দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরের জেল হবে। সেইসাথে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা হবে তার।
নকল বা ভেজাল ওষুধ উৎপাদন, মজুদ ও বিক্রি রোধে কঠোর শাস্তির বিধান নিয়ে ‘ড্রাগ অ্যাক্ট, ২০২২’ আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, এই আইনের ফলে লাইসেন্স ছাড়া কেউ ওষুধ আমদানি করতে পারবে না। এই উপায়ে আমদানি করলে তার ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা হবে।
এ ব্যাপারে ওষুধ প্রশাসন অধিদপ্তরকে (ডিজিডিএ) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়কে সাম্প্রতিক জ্বালানির মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা করে একটি সংবাদ সম্মেলনের ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এ বৈঠকে যোগ দেন।
সভাস্থলে মন্ত্রিসভার সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।