বিশেষ সংবাদদাতাঃ-
গাজীপুরে ২ পুলিশ সদস্য অবরুদ্ধ
গাজীপুরের শ্রীপুরে মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে শ্রীপুর মডেল থানার ২ পুলিশ সদস্যকে প্রায় দেড় ঘণ্টা পর দোকান ঘরে অবরুদ্ধ করে রাখে আসামি ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১১ আগষ্ট) রাতে শ্রীপুর উপজেলার কেওয়া পূর্ব খন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, মারামারি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি কালাম (৪৮) ঘটনাস্থলে উপস্থিত থাকার গোপন সংবাদের ভিত্তিতে রাতে শ্রীপুরের কেওয়া পূর্ব খন্ড এলাকায় যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় লোকজন সাব-ইন্সপেক্টর মো. মামুন ও আব্দুর রাজ্জাক এর উপর ক্ষুব্দ হয়ে তাদের ঘেরাও করে। এক পর্যায়ে পুলিশের সাথে এলাকাবাসীর হাতাহাতির ঘটনাও ঘটে। পরে একটি দোকানে ওই ২ পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে তারা। অবরুদ্ধ থাকা অবস্থায় থানায় ফোন দিলে পুলিশ ফোর্স নিয়ে দোকানের শাটার ভেঙে তাদের উদ্ধার এবং কালামকে গ্রেপতার করা হয়। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।