অঙ্গীকার বন্ধু সংগঠনের কার্যনির্বাহী পরিষদ (২০২২-২৩) আংশিক কমিটি অনুমোদন
বিশেষ প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবী সামাজিক ও শিক্ষামূলক কাজে ব্যাপৃত চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের প্রাণের বন্ধন হিসেবে পরিচিত অরাজনৈতিক প্ল্যাটফর্ম “অঙ্গীকার বন্ধু সংগঠন এর গঠনতন্ত্রের স্বতন্ত্র বিধি-১০ এর অনুচ্ছেদ -(খ) অনুসারে সংগঠনের কার্যনির্বাহী পরিষদ (২০২২-২৩) এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। এতে তরুণ উদ্যোক্তা মুহাম্মদ আল- আমিন মিয়াজীকে সভাপতি ও শুভ চন্দ্র শীলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
১০আগষ্ট, ২০২২খ্রি. বুধবার অনুষ্ঠিত স্থায়ী পরিষদের ১৪৫ তম ‘বোর্ড সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থায়ী পরিষদের আহবায়ক মোঃ আনিছুর রহমান ও প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও স্থায়ী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আল আমিন এর প্রস্তাবনা ও বোর্ড সভার অনুমোদনে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি তাহমিনা হ্যাপী, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ, সাংগঠনিক সম্পাদক এ এস পলাশ, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান নাজির ও অর্থ সম্পাদক মাহমুদুল হাসান মুন্না সরকার।
কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী পনেরো দিনের মধ্যে সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে স্থায়ী পরিষদের মাধ্যমে অনুমোদন নিয়ে ঘোষণা করার জন্য বিশেষ অনুরোধ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতাগণ এবং সেই সাথে বার্ষিক ক্যালেন্ডার, বার্ষিক বাজেট উপস্থাপন সুন্দর পরিকল্পনার মাধ্যমে প্রস্তুত করে সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই প্রত্যাশা করেছেন।