চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে দুর্ধর্ষ ৫ ডাকাত সদস্য আটক

প্রাইম রিপোর্টঃ

চাঁদপুরে নৌ পুলিশের অভিযানে দুর্ধর্ষ ৫ ডাকাত সদস্য আটক। সাথে দুটি আগ্নেয়াস্ত্র অস্ত্রসহ বিপুল দেশ অস্ত্র

চাঁদপুরের পদ্মায় ডাকাতির প্রস্তুতিকালে আগ্নেয়াস্ত্র সহ ৫ ডাকাত সদস্যকে আটক করেছে চাঁদপুর নৌ-পুলিশ। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মুন্সিগঞ্জ জেলার আকতার হোসেন, ইকবাল মুন্সি, আবুল বাসার, শাকিল দেওয়ান ও ইয়ামিন। এসময় ১টি স্পিডবোট, দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পদ্মার চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ এই অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া বাজার সংলগ্ন স্থানে পাটক্ষেতে আত্মগোপন করে।

পরে সেখান থেকে পুলিশ দুইজন ডাকাত সদস্যকে আটক করে এবং তাদের দেয়া তথ্যে রাতব্যাপী অভিযান চালিয়ে অপর তিন ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়। এ সময় পলাতক অন্যান্য ৮ ডাকাত সদস্যকে আটকে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *