নোয়াখালীতে পিকআপ ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হারিছ চৌধুরীর বাজার সড়কের পলোয়ানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলাউদ্দিন (২৫) চর জুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। দুর্ঘটনায় মোহাম্মদ সাদ্দাম হোসেন (২৭) নামের মোটরসাইকেলটির আরেক আরোহী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে একরাম নগরের কাপড় ব্যবসায়ী মো. আলাউদ্দিন উপজেলার হারিছ চৌধুরীর বাজার থেকে মোটরসাইকেলে করে পরিষ্কার বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আলাউদ্দিন ও আরোহী সাদ্দাম হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আলাউদ্দিন মারা যান। আহত সাদ্দাম হোসেনকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুবর্ণচরের চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর পুলিশ গিয়ে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। তবে এ ঘটনায় দুপুর পর্যন্ত নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *