ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা, মারধর না করার অনুরোধের পরও নেতারা লাঞ্ছিত

শিক্ষকসংকট, ভবনসংকট, পানিসহ কলেজকেন্দ্রিক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা। এ সময় নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়ন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হন।

ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীরা
ছবি: সংগৃহীত

হামলায় আহত ব্যক্তিরা হলেন—ছাত্র ইউনিয়ন কলেজ শাখার আহ্বায়ক হিমেল চৌধুরী, সদস্য সাজ্জাদ হোসেন, ইয়াছিন, অমিত ও রাশেদ। এ সময় হামলাকারী ব্যক্তিদের আর মারধর না করার অনুরোধ জানাতে গেলে দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সেহাব উদ্দিন ও উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়াকে লাঞ্ছিত করা হয়। এর মধ্যে সাজ্জাদ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়

জানা গেছে, দীর্ঘদিন ধরে কলেজটিতে শিক্ষক, ভবন ও পানীয়জলের সংকট বিরাজ করছে। এসব সংকট নিরসনের দাবিতে কলেজ শাখা ছাত্র ইউনিয়ন বেলা ১১টার দিকে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেন। এরপর কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন শুরু করে ছাত্র ইউনিয়ন। এ সময় কলেজের ছাত্রছাত্রীরা অংশ নিতে চাইলে তাতে বাধা দেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য শিমুল সরদার।

ছাত্র ইউনিয়নের আহ্বায়ক হিমেল চৌধুরী অভিযোগ করে বলেন, ‘কলেজের উন্নয়নের দাবিতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করছিলাম। এ সময় ছাত্রলীগ নামধারী শিমুল সরদার, মো. কাইয়ুম ও রয়েল দেবনাথের নেতৃত্বে হামলা চালানো হয়। এতে আমিসহ ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতা–কর্মী, সাধারণ ছাত্রছাত্রীসহ আহত হই।’ অনেকের মুঠোফোন ছিনতাই করা হয় এ সময়। এ সময় হামলাকারীরা কাঠের পাট্টা দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করলে মানববন্ধনে থাকা ছাত্রছাত্রীরা দৌড়াদৌড়ি শুরু করেন। হামলাকারী ব্যক্তিদের নিবৃত করতে গিয়ে কমিউনিস্ট পার্টির দুই নেতা সেহাব উদ্দিন ও অনুপম বড়ুয়াকে মারতে উদ্যত হন তাঁরা।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ পার্থ প্রতীম ধর প্রথম আলোকে বলেন, ‘আমাকে স্মারকলিপি দেওয়ার পর কলেজের ফটকে কী ঝামেলা হয়েছে, তা পুরোপুরি অবগত নই। তবে পুলিশকে আমি বিষয়টি জানিয়েছি। আমার পর্যবেক্ষণ দলের শিক্ষকেরও ঘটনা খতিয়ে দেখতে বলেছি।’

ছাত্র ইউনিয়নের নেতা–কর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে
ছবি: সংগৃহীত

ঘটনার আধঘণ্টা পর পুলিশ গিয়ে কলেজে উপস্থিত হয়। এর মধ্যে আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ছাত্র ইউনিয়নের কিছু ছাত্র মানববন্ধন করতে চেয়েছেন। এর আগে তাঁরা স্মারকলিপি দিয়েছেন। কিন্তু মানববন্ধনের অনুমতি অধ্যক্ষ দেননি। তখন কিছু সাবেক নেতাসহ তাঁরা কলেজের গেটে জড়ো হলে সাধারণ ছাত্র ও ছাত্রলীগের দু–একজন তাঁদের ধাওয়া করেন। এতে একজনের মাথায় আঘাত লেগেছে।

এ বিষয়ে জানতে চাইলে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, বহিরাগত ব্যক্তিদের এনে কলেজে মানববন্ধন করতে চাইলে সাধারণ শিক্ষার্থীরা ছাত্র ইউনিয়নের ওপর হামলা করেন। এ সময় ছাত্রলীগের দু–একজন ছিলেন।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *