মাজহারুল হকঃ-
সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালি,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ড্যাফোডিল পরিচালিত পলিটেকনিক বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট এর পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইলেকট্রিক্যাল তৃতীয় পর্বের শিক্ষার্থী আবুল বারাকাত।
ইলেকট্রিক্যাল বিভাগের সম্মানিত শিক্ষক সোহরাব মজুমদারের সঞ্চালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সম্মানিত সহকারি উপাধ্যক্ষ মাজহারুল হক,সম্মানিত অধ্যক্ষ( ভারপ্রাপ্ত) সেলিম মিয়া স্যার।এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে রচনা প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেয়া হয়।
১৫ই আগষ্ট- জাতীয় শোক দিবস