কারসাজি করে ডিম ও মুরগির দাম বাড়ানোয় জরিমানা

ঢাকা প্রতিনিধি

কারসাজি করে ডিম ও মুরগির দাম বাড়ানোয় চার দোকান থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে রাজধানীর কাওরান বাজারে এ অভিযান শুরু করে সংস্থাটি।
সংস্থাটির ঢাকা জেলা কার্যালয়ের প্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল জানান, আড়তে ডিম ক্রয়ের পাকা ক্যাশ মেমো সংরক্ষণ না করে কারসাজির মাধ্যমে ডিম ও মুরগির দাম বাড়ানো হয়। এ কারণে হিমালয় ট্রেডার্স ও জনতা মা মনি ডিমের আড়ত থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি আরও জানান, একই অপরাধে সততা মুরগির আড়তকে ২০ হাজার টাকা ও আলহাজ্ব এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Md.Iqbal Hossain

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *