ডেস্ক রিপোর্টঃ-
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২’তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা। মালয়েশিয়া শাখার সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম বশির আলম এবং সাংগঠনিক সম্পাদক হেলাল সিকদার।
গতকাল রাত ৮টায় হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুর এর বলরুমে অনুষ্ঠানের শুরুতে ধর্ম বিষয়ক সম্পাদক এম এম মোজাম্মেল হক প্রধান দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন। বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ দুলাল হোসেন আরো বক্তব্য রাখেন মালয়েশিয়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।