চাঁদপুরের বাগাদী চৌরাস্তায় দোকান ভাংচুরঃ আটক এক

বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তায় আল আমিন ফ্যাশনে ২২ আগস্ট সোমবার সকালে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে প্রায় লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানায়। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে।
আল আমিন ফ্যাশনের স্বত্বাধিকারী আল আমিন জানান, গত রোববার একই ইউনিয়নের ফুহাদের সাথে দুষ্টামির মধ্যে ঝগড়া হয়। ঐ ঝগড়াকে কেন্দ্র করে সোমবার সকালে ফুহাদ খানের ভাই ফরহাদ খান বটি দা দিয়ে আমার দোকানের গ্লাস ভাংচুর করে ও মালামাল তছনছ করে ফেলে যায়। এসময় দোকানের ক্যাশে থাকা নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। হামলায় দোকানের প্রায় লাখ টাকার মালামাল ক্ষতি হয়।

আল আমিন জানায়, আমি উপায়ান্তর না পেয়ে ৯৯৯ ফোন করলে চাঁদপুর মডেল থানা থেকে পুলিশ এসে দেশীয় অস্ত্রসহ ফুহাদ খানের ভাই ফরহাদ খানকে আটক করে। পরে এই ঘটনায় ৫ জনকে আসামী করে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করি।

Md.Iqbal Hossain

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *