স্টাফ রিপোর্টার: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।
তিনি ২২ ও ২৩ আগস্ট বিদ্যালয়গুলোতে মানসম্মত পাঠদান মনিটরিং এবং বাল্যবিয়ে, ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করেন।
তিনি মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়, বরদিয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয়, নারায়ণপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাশে গিয়ে তাদের সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে সংশ্লিস্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।এসময় স্কুল কর্তৃপক্ষের যে সকল অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়েছে সে সব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।