প্রাইম রিপোর্টঃ-
চাঁদপুরের হাজিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অংশ হিসেবে গিয়েছিলেন হাজিগন্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে। সেখানে তিনি ১০ম শ্রেণীর উচ্চতর গণিতের ক্লাসে ঢুকে ক্লাস নিচ্ছিলেন।পরে তার ফেসবুক ওয়ালে জানালেন অনুভুতির কথা।বল্লেন আমাদের সময়ে ইন্টারমিডিয়েটে সরলরেখার সমীকরণ পড়তে হতো৷ মাধ্যমিক পর্যায়ের সিলেবাসেই যে এটা কবে চলে এসেছে জানা ছিলো না..
দুপুরের পর তেমন কাজ ছিলো না আজ। ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোরগ্যাং এসব নিয়ে কথা বলার আগ্রহেই গিয়েছিলাম হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে। ঢুকেই দেখি গভীর মনোযোগে ছাত্রীরা গণিতের ক্লাস করছে। রথ দেখার সাথে কলা বেচার মতই মার্কার হাতে নেয়ার লোভ আর সামলাতে পারলাম না..
এত উৎসাহ নিয়ে ওরা রেসপন্স করছিলো তা ছিলো প্রত্যাশারও বাইরে। ‘মেয়েরা গণিত ভয় পায়’ প্রচলিত এই ভুল ধারনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ওরা জানিয়ে দিয়েছে ভালোবেসে গণিত জয় করতেও জানে মেয়েরা..