চাঁদপুর সদরের খেরুদিয়া গ্রামে এক ব্যাক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামে প্রধানীয়া বাড়িতে ৩ সন্তানের জনক রাজিব হোসেন প্রধান পিতা- আলি আহম্মদ প্রধান গত ২৭ আগস্ট রাতের কোনো এক সময় বাড়ির পাশে আম গাছের সাথে গলায় রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে জানা যায়, ২৮ আগস্ট সকাল বেলা নিহতের ভাই মোঃমনিরুজ্জামান বাড়ির পাশে পাট খড়ি রৌদ্রে দিতে গিয়ে দেখতে পান তার ভাই গলায় ফাস লাগানো অবস্থায় আম গাছের সাথে ঝুলে রয়েছে। পরে তিনি চিৎকার দিলে আশে পাশের মানুষ এসে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম খান কে ফোনে জানালে তিনি চাঁদপুর সদর থানাকে অবহিত করেন।পরে এস আই সেলিম উল্লাহর নেতৃত্বে পুলিশ এসে গাছ থেকে ঝুলন্ত দেহটি নামিয়ে রাখেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে নিয়ে জান।এ নিয়ে এলাকাতে চলছে নানান গুঞ্জন,হত্যা নাকি আত্মহত্যা ?এলাকাবাসী সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন।
নিহতের স্ত্রী নুরজাহান বেগম জানান আমার স্বামী রাতে কখন ঘর থেকে বের হয়েছে আমি জানিনা, সকালে শুনি তিনি গলায় ফাঁস দিয়ে মারা গেছেন।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *