মাদক সেবনকালে রাবিতে ৪ বহিরাগত আটক

মাদক সেবনকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস থেকে চার বহিরাগতকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। সোমবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্কুল মাঠ থেকে তাদের আটক করা হয়।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজকেও দুপুর ২টায় টহল পরিচালনা করার সময় চারজন বহিরাগতকে ক্যাম্পাসে নেশা করতে দেখা যায়। এ সময় শেখ রাসেল স্কুল মাঠ থেকে নেশাজাতীয় দ্রব্যসহ তাদের আটক করে কাজলা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ক্যাম্পাসে সব ধরনের মাদকসেবন কিংবা অশালীন কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে আমরা তৎপর আছি এবং এ অভিযান অব্যাহত থাকবে।

জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ক্যাম্পাসে মাদক সেবনকালে চারজন বহিরাগতকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণে কাজ করছি।

Md.Iqbal Hossain

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *