রাশিয়ায় সিনেমার বাইরে যে প্রশ্নের মুখোমুখি বাংলাদেশের পরিচালক

বিনোদন প্রতিবেদক

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ছিল ‘আদিম’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। ৪৪তম মস্কো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে বাংলাদেশের ছবিটি। সিনেমাটির প্রদর্শনের আগে হয় সংবাদ সম্মেলন। এখানে উপস্থিত হয়েছিলেন পরিচালক যুবরাজ শামীম ও সিনেমাটির নির্বাহী প্রযোজক মোহাম্মদ নূরুজ্জামান। সিনেমা-সংশ্লিষ্ট প্রশ্নের বাইরেও নানা রকম প্রশ্নের মুখোমুখি হন পরিচালক যুবরাজ শামীম। এসব প্রশ্নে পরিচালক নিজেও বিস্মিত হয়েছেন।

শামীম বলেন, ‘এতটা গভীর বিষয় নিয়ে প্রশ্ন করা হবে, শুনে অবাক হয়েছি। বেশির ভাগ প্রশ্নই ছিল সিনেমাটির অভিনয়শিল্পী ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে। কত দিন ধরে শুটিং করেছি, সেসব বিষয়। কীভাবে নতুন অভিনয়শিল্পীদের ডিল করেছি। তা ছাড়া সিনেমা মুক্তির পর অভিনয়শিল্পীদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে কি না, জানতে চেয়েছেন অনেকে। আমাদের প্রেক্ষাপটে উত্তরগুলো দিয়েছি। কারণ, অভিনয়শিল্পী হয়তো কেউই এখন আর অভিনয় করতে চান না। তাঁরা প্রফেশনাল নন। সে ক্ষেত্রে যদি দেশের দর্শক তাঁদের অভিনয় পছন্দ করেন, তাঁদের ওপর পরিচালকের আস্থা থাকে, তাহলে কেউ কেউ অভিনয় করতে পারেন।’

‘আদিম’ সিনেমাটির উঠে এসেছে টঙ্গী রেলস্টেশনের কিছু ছন্নছাড়া মানুষের জীবনের গল্প। এর সঙ্গে যোগ হয়েছে নানা অপরাধ। এই শ্রেণির মানুষেরা একদমই সুবিধাবঞ্চিত নাগরিক। যাদের ভাগ্যের উন্নয়ন হয়নি। এই মানুষেরা বস্তিতে থাকে। সংবাদ সম্মেলনে এসব নিয়ে প্রশ্নের পাশাপাশি কেউ কেউ জানতে চান, বাংলাদেশের অর্থনীতি অবস্থার সঙ্গে সিনেমার গল্পটা কতটা সামঞ্জস্যপূর্ণ। অনেকেই জানতে চান, দেশকে এই শ্রেণির মানুষ কতটা প্রতিনিধিত্ব করে, সমগ্র দেশের মধ্যে এই শ্রেণির মানুষ কত ভাগ। বাংলাদেশের অর্থনীতি আগের চেয়ে কতটা বদলেছে? সিনেমাটির সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে কিছুক্ষণ নীরব থেকে এই নির্মাতা প্রশ্নের উত্তর দেন। এগুলো তাঁর কাছে বিব্রতকর প্রশ্ন ছিল।

ভেনিস চলচ্চিত্র উৎসবেও শর্টলিস্টে ছিল ‘আদিম’

শামীম বলেন, ‘তাঁদের বলেছি, বাংলাদেশে এখন বস্তির সংখ্যা কমছে। এই সিনেমার মতো এ ধরনের সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা এক ভাগ। এ ধরনের অপরাধ এখন কমছে। কারণ, অর্থনৈতিকভাবে এখন দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন হচ্ছে। এই শ্রেণির মানুষ কোনোভাবেই দেশকে প্রতিনিধিত্ব করে না।’
এ ছাড়া বাংলাদেশে কী ধরনের সিনেমা হয়, সেগুলো নিয়েও জানতে চান বিশ্বের সাংবাদিক ও সিনেমার সমালোচকেরা।

পরিচালক জানালেন, ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষে আয়োজক ও জুরিদের প্রতিক্রিয়াও। ‘জুরিরা যেভাবে আমাদের সঙ্গে এসে আলাপ করেছেন, সেটা দারুণ ব্যাপার। সাধারণত জুরিরা ফলাফল ঘোষণার আগে প্রতিযোগিতা বিভাগে থাকা ছবি-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন না।’

রেলস্টেশনের নানা গল্প নিয়েই তৈরি হয়েছে পরিচালকের প্রথম ছবি

২ সেপ্টেম্বর পর্দা নামবে মস্কো উৎসবের। ২৬ আগস্ট থেকে শুরু হয় এ উৎসব। সেপ্টেম্বর মাসের ৩ তারিখ যুবরাজ শামীমের দেশে ফেরার কথা রয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন বাদশা মিয়া, সোহাগী, দুলাল মিয়া, সাদেকসহ অনেকে। রেলস্টেশনের নানা গল্প নিয়েই তৈরি হয়েছে পরিচালকের প্রথম ছবি ‘আদম’।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *