ষ্টাফ রিপোর্টারঃ
রংপুর- দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বাসের হেল্পারসহ ৯জন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬০ জন বাসযাত্রী। তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কে তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার গণমাধ্যমকে বলেন, “রাত ১২টা থেকে সোয়া বারোটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। ইসলাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে উল্টোপথে আসা জোয়ানা পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো ৪জন মারা যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ সম্পন্ন করতে হয়েছে তাদেরকে। এক্ষেত্রে স্থানীয়রাও সহযোগিতা করছেন।
এদিকে রমেক হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ।