ইমতিয়াজ আল-আমীন
মতলব উত্তর থেকেঃ
পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, একুশে পদকপ্রাপ্ত বরেন্য অর্থনীতিবিদ, অধ্যাপক ড.শামসুল আলম এর সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে ১২ সেপ্টেম্বর দুপুরে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে পৌরসভার প্রশাসকের সহায়ক সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের সহায়ক সদস্য শামীম আহমেদ সরকার, ২নং ওয়ার্ডের আলী নূর বেপারী,৩নং ওয়ার্ডের শহীদ উল্লাহ, সরকার,৪নং ওয়ার্ডের রেফায়েত উল্লাহ দর্জি,৫নং ওয়ার্ডের রমা দত্ত,৬নং ওয়ার্ডের কামরুজ্জামান হারুন ,৭নং ওয়ার্ডের শাহ আলম ছিদ্দিকী,৮নং ওয়ার্ডের মফিজুল ইসলাম মাহফুজ ,৯নং ওয়ার্ডের বোরহান উদ্দিন।