চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীসহ ৫৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমাদান

চাঁদপুর থেকে জসিম উদ্দিনঃ

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ১জন চেয়ারম্যান পদের বিপরীতে ৬জন, সংরক্ষিত আসনের ৩জন মহিলা সদস্যের বিপরীতে ১৩জন এবং সাধারণ সদস্যের ৮টি পদে ৩৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মোট ১২টি পদে মনোনয়ন জমা পড়েছে ৫৮টি। এর মধ্যে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে অধিকাংশ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে চেয়ারম্যান পদে ৭জন, সাধারণ সদস্য ৪৮জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৭জনসহ সর্বমোট ৭২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


এর মধ্যে চেয়ারম্যান পদে ১জন, সাধারণ সদস্য পদে ৯জন ও সংরক্ষিত সাধারণ সদস্য পদে ৪জন মনোনয়নপত্র উত্তোলন করেও জমা দেননি।

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন- চাঁদপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান মো. ইউসুফ গাজী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটোয়ারী, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, প্রবাসী জাকির হোসেন প্রধানীয়া ও মো. নাছির উদ্দীন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনজুর আহমেদ মঞ্জু মনোনয়ন ফরম সংগ্রহ করেও জমা দেননি।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *