হাজিগঞ্জে মডেল হাসপাতালের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন স্যাডোর মতবিনিময়

বিশেষ প্রতিনিধিঃ সুস্থ নাগরিক দেশের সম্পদ এ স্লোগানকে ধারণ করে চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী হাজিগঞ্জ উপজেলা-র বিজনেস পার্ক ট্রেড সেন্টারে চালু হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর “মডেল হসপিটাল”। প্রায় ৪৮ হাজার স্কয়ার ফিটের এই অত্যাধুনিক হসপিটালটি সেরা মানের যন্ত্রপাতি, মানসম্মত টেকনোলজিস্ট, ভালো মানের ডাক্তার-নার্স, নির্ভুল পরীক্ষা-নিরীক্ষা এবং নান্দনিক পরিবেশের সমন্বয়ে সাজিয়েছেন হাসপাতালটির উদ্যোক্তারা।

চাঁদপুর জেলায় সুনামের সাথে কাজ করা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ” এর সাথে আজ শুক্রবার বিজনেস পার্কের পার্টি সেন্টারে হসপিটাল কর্তৃপক্ষের সাথে স্যাডোর সাথে মত বিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় স্যাডোর কেন্দ্রীয় দায়িত্বশীলরা সহ চাঁদপুর জেলা ইউনিটের একদল উদ্যমী তরুণ সমাজকর্মীরা যোগদান করেন।

এ সময় হসপিটাল কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোঃ আলমগীর কবির পাটওয়ারী স্যার বক্তব্য রাখেন এবং স্যাডোকে জানান, চাঁদপুর জেলার চিকিৎসাশাস্ত্রে নিজেদেরকে অবিস্মরণীয় করে রাখতে এই মডেল হসপিটালটি স্থাপন করছেন। চিকিৎসা ক্ষেত্রে সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অনস্বীকার্য বিধায় আজকের এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সামনের দিনগুলোতেও স্যাডো এবং মডেল হসপিটাল পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাবে সেই প্রত্যাশাই আজকের এই মতবিনিময় সভায় গুরুত্ব পায়।

primetvbd_primetvbd

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *