জেলা প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে গলায় ফাঁস দেয়া তারেকুল ইসুলাম (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের লাউতুলী গ্রাম থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওই শিশুর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত তারেকুল ইসলাম ওই এলাকা রুবেল হোসেন’র ছেলে। স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণির ছাত্র ছিল সে।
সরেজমিনে তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুর বাবা প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে রিক্সা নিয়ে সকালে বাড়ীর বাইরে যান। তার মা বাড়ির পার্শবর্তি একটি সবজি খেতে লাল শাক সংগ্রহ করতে যান। এসময় তারেকুল ইসলাম তার ছোট ভাই-বোনদের সাথে বাড়িতেই ছিলো। এসময় তার বাবা খবর শুনে বাড়ীতে এসে দেখেন তারেকুল ইসলাম তাঁদের বসতঘরের বাঁশের আঁড়ার সাথে গলায় শীতের মাফলার পেচানো অবস্থায় ঝুলে আছে। এসময় বাবা নিজেই ছেলের মরদেহ মাটিতে নামিয়ে দেখে তারেকুল ইসলাম আর জীবিত নেই। এসময় তাঁর বাবার ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, খবর পেয়ে তারেকুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়তা তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।