ফের গোল্ডেন ডাক সাকিবের, বোলিংয়ে দুই উইকেট

ক্রীড়া ডেস্ক

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) ব্যাট হাতে যেন নিজেকে খুঁজেই পাচ্ছেন না বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিপিএলের এবারের আসরে নিজের খেলা প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও গোল্ডেন ডাক খেলেন এই টাইগার ক্রিকেটার। তবে বল হাতে পেয়েছেন দুটি উইকেট।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দুর্দান্ত খেলতে থাকেন সেইন্ট লুসিয়া কিংসের অধিনায়ক ও ওপেনার ফাফ ডু-প্লেসিস। ব্যাট হাতে সেঞ্চুরির দেখা পান তিনি। মাত্র ৫৯ বলে ১০ চার ও ছয়টি ছয়ে করেছেন ১০৩ রান। এছাড়া ৩২ বলে ৩৬ রান করেছেন নিরোশান দিকভেলা। ফলে ২০ ওভারে ৫ উইকেটে তুলে ১৯৪ রান।

বল হাতে চার ওভার করেছেন সাকিব আল হাসান। হাই-স্কোরিং ম্যাচে ইকোনোমি ছিল ৮.২৫। ৩৩ রানের খরচায় নিয়েছেন দুটি উইকেট। এছাড়া গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের পক্ষে একটি করে উইকেট নেন তিনজন বোলার।

এদিকে রান তাড়া করতে নেমে দুই ওপেনারের কল্যাণে ভালো শুরু পায় গায়ানা। ওপেনিং জুটিতে আসে ৮১ রান। ২০ বলে ২৯ রান করে আউট হন চন্দরপল হেমরাজ। দ্বিতীয় উইকেট জুটিতে দুর্দান্ত খেলতে থাকেন রহমানুল্লাহ গুরবাজ ও সাই হোপ। দুজনই ফিফটির দেখা পান। ২৬ বলে ৫২ রানে গুরবাজ আউট হলে ক্রিজে আসেন সাকিব। প্রথম বলেই ফিরেছেন সাজঘরে।

পরে শিমরন হ্যাটমায়ার ও রোমারিও শেফার্ডকে নিয়ে জয় নিশ্চিত করেন সাই হোপ। ২৮ বলে ৩৬ রানে হ্যাটমায়ার আউট হন। এদিকে ৩০ বলে ৫৯ রানে হোপ ও ১১ বলে ১০ রানে অপরজিত থাকেন শেফার্ড।

Md.Iqbal Hossain

Learn More →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *