প্রশাসনে অস্বস্তি, পুলিশে ক্ষোভ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাময়িক বহিষ্কার হওয়া অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদের বিতর্কিত কর্মকাণ্ডে অস্বস্তি তৈরি হয়েছে প্রশাসনে। একই সঙ্গে বিষয়টি নিয়ে খোদ পুলিশ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পড়েছেন বিব্রতকর পরিস্থিতিতে। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের নেতাদের সঙ্গে হারুনের হঠাৎ মারমুখী আচরণ তৈরি করেছে নানা প্রশ্নের। তিনি কীভাবে এমন অপ্রতিরোধ্য হয়ে উঠলেন তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সচিবালয়ের কর্মকর্তারা।
তারা বলছেন, হারুনের মতো পুলিশ কর্মকর্তাদের লাগাম এখনই টেনে ধরতে হবে। নতুবা আগামীতে পরিস্থিতি সামাল দেওয়া আরও মুশকিল হয়ে উঠবে। পুলিশের সাবেক এক মহাপরিদর্শক বলেছেন, কাউকে থানা হেফাজতে নিয়ে নির্যাতন করা গুরুতর অপরাধ। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হলে অবশ্যই অভিযুক্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করতে হবে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘হারুন যতটুকু অন্যায় করেছে ততটুকু শাস্তি পাবে।’ সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালেই হারুনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি হয়।

সাময়িক বরখাস্ত হারুন
গতকাল বিকালে এডিসি হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশে বলা হয়, ‘যেহেতু হারুন অর রশীদ (বিপি নং ৮৮১৩১৫৯৪৪৪) অতিরিক্ত উপপুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জনস্বার্থে সরকারি কর্ম হতে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেহেতু হারুন অর রশীদকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক ১১ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরের সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।’এর আগে হারুনকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এডিসি হারুন যতটুকু অন্যায় করেছেন, ততটুকু শাস্তি পাবেন। তাকে অপরাধের ছাড় দেওয়া হবে না। এর পরপরই এডিসি হারুনকে রমনা জোন থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিঅ্যান্ডএম) বিভাগে সংযুক্ত করা হয়। একই দিন সন্ধ্যায় আইজিপির এক আদেশে তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।