মাজহারুল হক সোহানঃ-
জাতিসংঘের সাধারণ পরিষদে ছবি প্রদর্শনীতে জয়পুরহাটের ASAF UD DAULA
জাতিসংঘের সাধারণ পরিষদের সভার অতিথিবৃন্দের জন্য গত (১৯সেপ্টম্বর ২০২২) Emotions to Genenate Change শিরোনামে একক প্রদর্শনীতে ২৫টি ছবির মাধ্যমে বাংলাদেশকে চিত্রায়িত করছেন। প্রদর্শনীটির মুল থিম হচ্ছে জালবায়ু পরিবর্তনের প্রভাবে সুজলা সুফলা সোনার বাংলাদেশেরর মাটি ও মানুষেরর জীবন যাত্রার পজেটিভ পরিবর্তন সম্পর্কিত আবেগ তৈরি। প্রদর্শনীটি আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান থাকবে।

ছোট্ট পল্লী গ্রাম আক্কেলপুর থেকে নিউইয়র্ক এ জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব নেতাদের কাছে বাংলাদেশকে তুলে ধরতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত।
